মৎস্য বাংলাদেশ শীতকালীন পরামর্শ পেইজে আপনাকে স্বাগতম। মাছ চাষের শীতকালীন যত্ন নেয়ার কিছু উপায় উল্লেখ করা হলো:
১. শীতের শুরুতে পুকুরের পাড়ের আগাছা ও গাছের ডালপালা পরিস্কার করতে হবে।
২. প্রতিমাসে পাথরে চুন ২৫০ - ৩০০ গ্রাম/শতাংশ হারে প্রয়োগ করতে হবে। অথবা জিওলাইট ২০০ গ্রাম/শতাংশ হারে প্রয়োগ করতে হবে।
৩. পুকুরে ৫-৬ ঘন্টা রোদের ব্যবস্থা করতে হবে। বড় গাছের ডাল কেটে দিতে হবে।
৪. শীতের শুরুতে বড় মাছ ধরে ফেলা। কারণ পুকুরে পূর্নমজুদ ব্যবস্থা করতে হবে।
৫. প্রতিমাসে সম্ভব হলে পানি ও মাটি পরিক্ষা করা। আপনার নিকটস্থ মৎস্য অফিসে ৩০০ এমএল পানি এবং পুকুরের মাটি ৩০০ গ্রাম নিয়ে যোগাযোগ করুন(যদি পানি ও মাটিতে কোন সমস্যা সৃষ্টি তাহলে দ্র্রুত অফিসে যোগাযোগ করুন)।
৬. শীতের সময় ভাসমান খাদ্য প্রয়োগ করা। খাদ্য অতিরিক্ত ভেসে থাকলে খাদ্য কমিয়ে দিন।
৭. খাদ্যের সাথে ভিটামিন সি ও মাল্টিভিটামিন প্রতি কেজি খাদ্যে ৪ গ্রাম হারে প্রয়োগ করুন। মাছর ভিটামিন সি ও মাল্টিভিটামিন মাছের ঔষধের দোকানে পাওয়া যায়।
৮. শীতের মধ্যে প্রতি শতাংশে পাথরে চুন ৫০০ গ্রাম ও লবণ ৫০০ গ্রাম প্রয়োগ করুন।
আপডেট: তারিখ: ০৮/১০/২৪ ইং
সর্তাকতা বার্তা: মাছ চাষী শীতের আগে মাছ বিক্রয় করে থাকেন। মাছ চাষের তথ্য অনুসারে সকল মাছ শীতের আগে বিক্রয় হওয়ার কথা(মৎস্য বাংলাদেশ পরামর্শ অনুসারে)। কারণ পূর্নমজুত বিষয় মাথায় রেখে এই কৌশল অবলম্বন করা হয়।
তেলাপিয়া মাছের বাণিজ্যিক চাষ পাঙ্গাস মাছের বাণিজ্যিক চাষ কৈ,শিং ও মাগুর মাছের বাণিজ্যিক চাষ আবদ্ধ পদ্ধতিতে চিংড়ি বানিজ্যিক চাষ
মাছ উৎপাদন বৃদ্ধি করি
সুখী সমৃদ্ধ দেশ গড়ি।
মৎস্য বাংলাদেশ ওয়েব সাইটির সাথে থাকতে ই-মেইল ঠিকানা লিখুন।
স্বত্ব © ২০২১-২২ মৎস্য বাংলাদেশ সমস্ত অধিকার সংরক্ষিত।