মৎস্য বাংলাদেশ
বাণী
বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে মৎস্য বাংলাদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্ঠি ও বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমান বিশ্বের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রের সাথে তথ্য প্রযুক্তিও উৎপ্রোতভাবে জড়িত। আধুনিক বিশ্বের সর্বশেষ প্রযুক্তি প্রাপ্তি এবং যোগাযোগের সর্বাধুনিক মাধ্যম হলো তথ্যপ্রযুক্তি। মৎস্য বাংলাদেশ ও এর ব্যতিক্রম নয়। আর এর জন্য প্রয়োজন মাছ চাষের দক্ষতা ও উপযুক্ত জ্ঞান। তবে আশার কথা যে, বাংলাদেশে তথ্যপ্রযুক্তির সমাবেশ ঘটার ফলে বিভিন্ন প্রযুক্তি ও অন্যান্য বিবিধ বিষয় উপস্থাপনা, পত্র যোগাযোগ, বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন তথ্যাদি ইন্টারনেটের মাধ্যম গ্রহণ ও প্রেরণ এবং ব্রাউজিং এর মাধ্যমে বিভিন্ন তথ্যাদি সংগ্রহের ক্ষেত্রে এই মৎস্য বাংলাদেশ যথেষ্ট এগিয়ে গেছে। শহর ও গ্রাম অর্থাৎ মৎস্যচাষিরা বিভিন্ন জেলা ও বিভাগের মৎস্যচাষি, মৎস্যজীবী, মৎস্যব্যবসায়ীদের তথ্য ও পরামর্শ দেয়া সম্ভব হয়েছে।
আপনি জেনে আনন্দিত হবেন যে, বর্তমান বিশ্বের আধুনিক জ্ঞান-বিজ্ঞানের বিকাশকে গুরুত্ব দিয়ে মৎস্য বাংলাদেশ তথ্য ও পরামর্শ পূর্ণ ওয়েবসাইট তৈরি করেছে। আরো জেনে আনন্দিত হবেন যে, উক্ত ওয়েবসাইটটি আধুনিকতম প্রযুক্তি ব্যবহার করে আরও সহজ ভাবে উপস্থাপন করা হয়েছে। মৎস্য বাংলাদেশ ওয়েবসাইটে বিশেষ করে ডেটা ব্যবস্থাপনা প্রযুক্তি অন্তর্ভূক্ত করা হয়েছে যা বিভিন্ন মাছ চাষের বিস্তারিত প্রতিবেদন প্রণয়ন, প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমার দৃঢ় বিশ্বাস যে এই ওয়েবসাইটটি স্থাপনের ফলে মৎস্যচাষি, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও ছাত্র-শিক্ষকসহ সকল স্তরের আপামর জনসাধারণ উপকৃত হবেন । ওয়েবসাইটির তথ্য ও পরামর্শ নিয়ে যে সকল মৎস্যচাষি, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী অক্লান্ত ও নিরলস পরিশ্রম করেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই।
হৃদয় জোমাদ্দার
পরিচালক
মৎস্য বাংলাদেশ
পরিচালক পরিচিতি
জন্ম ও বেড়ে ওঠা বরিশাল বিভাগের বরগুনা জেলায়। বামনা উপজেলার বিষখালী নদীর তীরে রামনা ইউনিয়নর গোলাঘাটা গ্রামে শৈশব এর জীবন অতিবাহিত করেন। শৈশবে তিনি ৩২নং গোলাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন। বরগুনা জেলায় স্বনামধন্য স্কুল বরগুনা জিলা স্কুল ও বরগুনা সরকারি কলেজ থেকে লেখাপড়া শেষ করেন। তিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার লেখাপড়া শেষ করেন। মৎস্য অধিদপ্তরের ক্ষেত্রসহকারী হিসেবে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, মঠবাড়িয়া, পিরোজপুর এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, সিংগাইর, মানিকগঞ্চ ছিলেন।
স্বাগতম মৎস্য বাংলাদেশ-এ! আমরা আপনাকে মাছ চাষের তথ্য ও পরামর্শ প্রদান করার জন্য এখানে আছি। আমাদের লক্ষ্য নতুন মৎস্য চাষীদের সহায়তা করা, তাদের মাছ উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সফল মৎস্য চাষে উদ্বুদ্ধ করা।
মৎস্য বাংলােদেশ এখন ৩,৬৩,০০০ জন পরিবারে পরিণত হয়েছে। আমরা আছি আপনার সাথে।
মৎস্য বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি মাছ চাষ সম্পর্কিত সর্বশেষ তথ্য, পরামর্শ, এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন। আমরা বিশ্বাস করি, মৎস্য খাতের উন্নয়ন ও দক্ষ মৎস্য চাষীদের তৈরি করা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমাদের মূল লক্ষ্য:
নতুন মৎস্য চাষী তৈরি করা এবং তাদের উপযুক্ত পরামর্শ প্রদান করা।
মাছ চাষে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কিত তথ্য সরবরাহ করা।
মাছ উৎপাদন বৃদ্ধি করে জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধির পথে অবদান রাখা।
আমাদের স্লোগান:
মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি।
আমাদের সাথে থাকুন, মৎস্য চাষে সাফল্যের পথে এগিয়ে যান!
কাজী নজরুল ইসলাম
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।।
ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনি।
রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল
আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল
ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল ল'য়ে অশনি।।
হেরিনু পল্লী-জননী
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
কেতকি-কদম-যূথিকা কুসুমে বর্ষায় গাথ মালিকা
পথে অবিরল ছিটাইয়া জল খেল চঞ্চলা বালিকা
তড়াগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী।
হেরিনু পল্লী-জননী
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
শাপলা শালুক সাজাইয়া সাজি শরতে শিশির নাহিয়া,
শিউলি-ছোপানো শাড়ি পরে ফের আগামনী-গীত গাহিয়া
অঘ্রাণে মা গো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী।
হেরিনু পল্লী-জননী
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
শীতের শূণ্য মাঠে ফের তুমি উদাসী বাউল সাথে মা,
ভাটিয়ালী গাও মাঝিদের সাথে গো...। ।
কীর্তন শোনো রাতে মা
তমি কীর্তন শোনো রাতে মা
ফাল্গুনে রাঙ্গা ফুলের আবীরে
ফাল্গুনে রাঙ্গা ফুলের আবীরে রাঙ্গাও নিখিল ধরণী।
হেরিনু পল্লী-জননী
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী
মাছ উৎপাদন বৃদ্ধি করি
সুখী সমৃদ্ধ দেশ গড়ি।
মৎস্য বাংলাদেশ ওয়েব সাইটির সাথে থাকতে ই-মেইল ঠিকানা লিখুন।
স্বত্ব © ২০২১-২২ মৎস্য বাংলাদেশ সমস্ত অধিকার সংরক্ষিত।